Login Register
Home »একড়ি »
০৭ দ্বীপের কয়েদী
saradindu
49 Pages
75 Credits to download

ভেবেছিলাম মুগ্ধবাংলার পুজাবার্ষিকী সংখ্যা আসার পর এই কমিকসটি শেয়ার করব, কিন্তু এই শ্রাবণের বর্ষণের সঙ্গে এই গল্পের থিম জুড়ে থাকায় আগে এটার কাজ শেষ করে ফেললাম। অবশ্য আরও অনেক আগে শেষ করে ফেলতাম হয়ত, কিন্তু Wolverine এর সার্থক বাংলা নাম না পাওয়ায় অনুবাদ বন্ধ করে দিয়েছিলাম। অনেক ভেবে চিন্তেও কোনো বাংলা কোনো প্রতিশব্দ তৈরি করতে না পেরে ইংরেজী নামটাই বাংলায় উলভারিন হিসাবে ব্যবহার করেছি। এছাড়াও Moose এর বাংলা মানে না পেয়ে মুজ হরিণ কথাটি ব্যবহার করেছি। কি জানি, এই দুই ইংরাজী শব্দ সহযোগে কমিকসটি আপনাদের কেমন লাগবে!

রংধনুর সঙ্গে জলে ঘেরা এক ভূখন্ডে খেলতে গিয়ে তুমুল বৃষ্টির মধ্যে পড়ল ওরা তিনজন, রংধনু, একড়ি আর ছোট্ট বাজ! যখন বৃষ্টি থামল, চারিদিক জলে থই থই। ওরা একটা দ্বীপে যেন আটকে পড়েছে। সেখান থেকে উদ্ধার হতে গিয়ে তারা লক্ষ্য করল, শুধু তারাই ওই দ্বীপে আটকা পড়েনি, এক মুজ পরিবার আর তাদের চিরশত্রু উলভারিনও ওই দ্বীপে আটকা পড়েছে। কি হবে এইবার কীভাবে উদ্ধার পাবে ওরা? আমার ধারণা এটা পাওয়ামাত্র এক নিঃশ্বাসে পড়ে ফেলবেন আপনারা। কেমন লাগল, পড়ে জানাবেন কিন্তু।

1st August, 2023 8:33 AM
Get a Free Sample Ebook
Available For Reading Online in High Quality! Please Register or Login!
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)